আলী যাকের – বিদায় হে নাট্য জগতের পথিকৃৎ – অভিনয় যেন তার ধমনীতে বইতো সেটা হোক খল চরিত্র, নায়ক কিংবা রম্য সবখানেই ছিলেন সমান সাবলীল।মঞ্চ থেকে টেলিভিশন সব জায়গায় ছিলো দাপটে বিচরণ।বাস্তবিক চরিত্র ব্যবসায়িক ব্যক্তিত্বেও টেক্কা দিয়েছে অনেককে।
দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনি সংস্থা গড়ে পেয়েছেন ঈর্ষনীয় সাফল্য।জানতে হবে এর আজকের আয়োজনে জানবো সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এর বর্ণাঢ্য জীবনের গল্পটা জানাবো আপনাদের।
আলী যাকের – বিদায় হে নাট্য জগতের পথিকৃৎ
হারিয়ে গেলো নুরুল দিনের সারাজীবন, ফুরিয়ে গেলো দেওয়ান গাজীর কিচ্ছাও, সুর্য পাড়ির পথে এখন গ্যালিলিও। মঞ্চের প্রিয় এই তিন চরিত্রে আর কখনোই মঞ্চের আলো আধারির কাব্য রাঙাবেনা মঞ্চের অনন্য এক কারিগর নাট্যজন আলী যাকের।
যে নাটক দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন সেই কবরি যে এখন ঠিকানা।যে নভেম্বরে জন্মেছিলেন হারিয়ে গেলেন সেই নভেম্বরেই।জীবন মৃত্যুর এ এক অদ্ভুদ সখ্য।বাংলাদেশ থিয়েটার আন্দোলনে ছিলেন কোপানিকের ক্যাপ্টেন।
প্রতিদিন বিনোদনের সর্বসেষ খবর পেতে ভিজিট করুনঃ বিনোদন
স্বাধীনতাপরবর্তী মঞ্চ নাটকের অন্যতম সংঘটক সফল নাট্য নির্দেশক। সৎ মানুষের খোঁজে ম্যাকভেথ কিংবা বাকি ইতিহাস অথবা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ সহ মঞ্চ কাঁপিয়েছেন যিনি একাধিক নাটকে।
শুধু মঞ্চ নয় অসাধারণ অভিনয়শৈলিতে বোকা বাক্সে তিনি ছিলেন কির্তিমান এক অভিনেতা।আজ রবিবার, বহুব্রীহি, তথাপি পাথর দেয়াল যেন সেই কথায় বলে।অভিনয় করেছেন ৫০ এর বেশি বেতার নাটকেও ঝুলিতে আছে বেশ কিছু চলচ্চিত্রও।
কলম কালীতে আঁচড় কেটেছেন সাদা কাগজেও আর টেলিভিশনের জন্য লিখেছেন মৌলিক নাটক, সময়সাময়িক বিষয়ে লিখেছেন পত্রপত্রিকায়।রঙিন মলাটে প্রকাশ পেয়েছে বই আর ছিলেন সৌখিন আলোকচিত্রিও।
দীর্ঘ কর্ম জীবনে এই শব্দ সৈনিক যেমন পেয়েছেন মানুষের ভালবাসা, একুশে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরষ্কারসহ তেমনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননাও।ইচ্ছের শেষ পক্তিতে শেক্সপিয়ারের কিং লিয়ার হয়ত হওয়া হলোনা তবে শেষের গল্পেও একজন আলী যাকের রয়ে যাবেন শুরুর অধ্যায় হয়ে।