ওয়েস্ট ইন্ডিজের ঢাকা সফর অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে – সাত জানুয়ারি নয় অন্তত এক সপ্তাহ পিছিয়ে ওই মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমনটাই বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনন্স চেয়ারম্যান আকরাম খান। চট্টগ্রাম থেকে সিলেট সরিয়ে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও হোটেল সুবিধার জন্য ঢাকার পাশাপাশি জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো বলছে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজের ঢাকা সফর
৭ জানুয়ারি পূর্নাজ্ঞ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো উইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু সেই সূচিতে আসছে কিছুটা পরিবর্তন। করোনা মহামারির কারনে সফরের ব্যাপ্তি কমাতে ১ সপ্তাহ পরে ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা।জানুয়ারির ২য় সপ্তাহের শেষে কিংবা ৩য় সপ্তাহের শুরুতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
এদিকে শনিবার ঢাকায় পৌঁছেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই প্রতিনিধি। চারদিনের সফরে বিসিবির করোনা সুরক্ষার পরিকল্পনা দেখার পাশাপাশি ভেন্যু পর্যবেক্ষন করতে যাবেন এই প্রতিনিধি দল।
চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়াম এর পাশে চলছে ফ্লাইওভার নির্মান কাজ যে কারনে চট্টগ্রামের পরিবর্তে সিলেট হতে পারে সিরিজের ২য় ভেন্যু এমন গুঞ্জন ছিলো বিসিবির ক্রিকেট পাড়ায়। কিন্তু ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যাচ আকরাম খান নিশ্চিত করেছেন হোটেল সুবিধার স্বার্থেই চট্টগ্রামেই হবে ম্যাচ।