করোনা ভাইরাসের ফলে বিশ্বে হাজারো মানুষের প্রান গিয়েছে আর এই মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করতে অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। গত সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে করোনার টিকাদানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও এটুআই কর্মসূচি যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে। তবে অ্যাপ তৈরি করা হলেও এই অ্যাপ এখন ব্যবহার করা যাবেনা। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের একজন কর্মকর্তা জানান আগামী ২৭ তারিখ জননেত্রী শেখ হাসিনা টিকাদান অনুষ্ঠান উদ্বোধনের পর অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উন্মুক্ত করা হতে পারে।
করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে
কর্মকর্তারা জানিয়েছেন যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হলে অন্যান্য তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রয়োজন হবে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেনা। অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে নিবন্ধনকারীর নামে একটি কার্ড ইস্যু হবে। আর এই কার্ড নিবন্ধনকারী প্রিন্ট করতে পারবেন। টিকা গ্রহনের সময় কবে তা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই প্রিন্ট করা কার্ডটি সাথে নিয়ে আসতে হবে।
প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য পরামর্শ পেতে ভিজিট করুনঃ হেলথ টিপস
যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে সরকার। এরজন্য সরকার জেলা, উপজেলা এবং সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
যেভাবে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করবেন
যারা করোনার টিকা নিতে আগ্রহী এবং অনলাইনে নিবন্ধন করতে চান তারা সুরক্ষা নামক সরকারি ওয়েব পোর্টালের মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোর এবং অ্যাপলের জন্য অ্যাপ স্টোর থেকে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।
ওয়েব পোর্টাল লিংকঃ সুরক্ষা ওয়েবসাইট
অ্যান্ড্রয়েড অ্যাপ লিংকঃ অ্যাপ লিংক আসছে
অ্যাপল অ্যাপ লিংকঃ অ্যাপ লিংক আসছে
ওয়েব পোর্টাল বা অ্যাপে গিয়ে নিবন্ধন নামক বাটনে ক্লিক করে প্রথমে ধরন সিলেক্ট করতে হবে। এরপর জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্মতারিখ, দিতে হবে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা নিবন্ধন করতে পারবেন না। আর যাদের বয়স ১৮ এর নিচে তারা নিবন্ধন করতে পারবেন না।
আরো পড়ুনঃ করোনার ভ্যাকসিন আবিষ্কার করেন এক মুসলিম দম্পতি
উপরের সব তথ্য সঠিকভাবে দিয়ে থাকলে এরপরে বাংলায় ও ইংরেজিতে নিজের নাম দেখাবে। সব তথ্য সঠিক হলে মোবাইল নাম্বার দিতে হবে। দীর্ঘমিয়াদি কোন রোগ থাকলে এবং টিকা গ্রহনকারীর পেশা কোভিড-১৯ এর সংস্লিষ্ট কোন কাজের সাথে জড়িত কিনা সেটিও জানিয়ে দিতে হবে।
সবশেষে নিবন্ধনকারীর বর্তমান ঠিকানা এবং কোন কেন্দ্রে তিনি টিকা নিতে ইচ্ছুক সেটি দিয়ে নিবন্ধন শেষ করতে হবে।
টিকাকেন্দ্রে টিকা নেওয়া
টিকাকেন্দ্রে টিকা নেওয়ার আগে অবশ্যই টিকা কার্ড সংগ্রহ করতে হবে। এরপর সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপে গিয়ে টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। অনলাইন নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বারে একটি ম্যাসেজের মাধ্যমে ওটিপি কোড পাঠানো হবে আর সেই কোড দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনে ক্লিক করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।
আরো জানুনঃ করোনা ভাইরাস লক্ষণ দেখা দিলে কি খাবেন
নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বারে পাওয়া ম্যাসেজে দেওয়া তারিখে নির্দিষ্ট টিকা কেন্দ্রে সশরীরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহনের দিন টিকা কেন্দ্রে ন্যাশনাল আইডি কার্ড এবং টিকা কার্ড সাথে নিয়ে যেতে হবে। করোনাভাইরাসের টিকার দুই ডোজ গ্রহনের পর সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে টিকা সনদ সংগ্রহ করা যাবে।