ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা – রূপচর্চা বিষয়ক টিপস – রুপচর্চা করেন এমন নারী পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর।কিন্তু যাদের টাকা আছে তারা পার্লারে গিয়ে রুপচর্চা করলেও পার্লারে গিয়ে রূপচর্চা করার সামর্থ্য সবার থাকেনা।বিউটি টিপসের আজকের আয়োজনে থাকছে শীতে রূপচর্চা করুন রান্নাঘরের উপাদান দিয়ে।
হ্যা আপনি ঠিক শুনেছেন আপনার রান্নাঘরেই আছে রুপচর্চা করার নানান উপাদান।আপনি হয়ত অনেক রকমের বিউটি টিপস অনুসরণ করেন তাই প্রথমবার রান্নাঘরের উপাদানের কথা শুনে অন্য রকম লাগতে পারে।
ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা – রূপচর্চা বিষয়ক টিপস
কমলালেবু – কমলালেবুতে রয়েছে ক্যারোটিন এবং ভিটামিস সি যা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট।আগেরকার যুগের মানুষেরা কমলালেবু খাওয়া পর খোসাগুলো না ফেলে সেগুলো শুকিয়ে কৌটোয় ভরে সংগ্রহ করতো।কারন কমলালেবুর খোসা রোদে পুড়া দাগ বা রোদে ত্বকের যে ক্ষতি করে তা খুব সহজেই দূর করতে পারে।
মুলতানি মাটির সাথে কমলালেবুর খোসা গুঁড়ো করে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে ১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।যদি আপনার ত্বক শুষ্ক ও তৈলাক্ত হয় তাহলে এই দুইটা উপাদানের সাথে দুধের সর মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে আপনার ত্বকের শুষ্ক ও তৈলাক্তভাব দূর হয়ে যাবে।
আরো পড়ুনঃ বিউটি টিপস – ঘুমানোর আগে মেয়েদের ৫ টি বিউটি টিপস
নারকেল তেল – বাজারে নানা রকম তেল পাওয়া যাওয়াতে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার অনেকটা কমে গিয়েছে।কিন্তু আপনি গোসলের আগে মাথায় নারকেল তেল ভালোভাবে মালিশ করে শ্যাম্পু করলে চুল অনেক ভাল থাকবে।তবে বাজারে নানা রকমের তেলের মধ্যে মিনারেল ওয়েল মুক্ত ভার্জিন নারকেল তেল পাওয়া যায়।সুতরাং চেষ্টা করুন মিনারেল ওয়েল মুক্ত ভার্জিন নারকেল তেল ব্যবহারের।ড্রায়ারের মাধ্যেম চুল শুকানো থেকে বিরত থাকুন কারন এতে আপনার চুলের ক্ষতি হয়।
মুলতানি মাটি – অ্যালোভেরা,মধু,মুলতানি মাটি এই ধরনের প্রাকৃতিক উপাদান যুক্ত সামগ্রী ব্যবহারের চেষ্টা করুন।ত্বকের যত্নে মুলতানি মাটি খুবি উপকারী।মুলতানি মাটি আপনার ত্বককে পরিষ্কার করে এবং শীতল রাখে।
নারকেল তেল – বাজারে নানা রকম তেল পাওয়া যাওয়াতে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার অনেকটা কমে গিয়েছে।কিন্তু আপনি গোসলের আগে মাথায় নারকেল তেল ভালোভাবে মালিশ করে শ্যাম্পু করলে চুল অনেক ভাল থাকবে।তবে বাজারে নানা রকমের তেলের মধ্যে মিনারেল ওয়েল মুক্ত ভার্জিন নারকেল তেল পাওয়া যায়।সুতরাং চেষ্টা করুন মিনারেল ওয়েল মুক্ত ভার্জিন নারকেল তেল ব্যবহারের।ড্রায়ারের মাধ্যেম চুল শুকানো থেকে বিরত থাকুন কারন এতে আপনার চুলের ক্ষতি হয়।
মুলতানি মাটি – অ্যালোভেরা,মধু,মুলতানি মাটি এই ধরনের প্রাকৃতিক উপাদান যুক্ত সামগ্রী ব্যবহারের চেষ্টা করুন।ত্বকের যত্নে মুলতানি মাটি খুবি উপকারী।মুলতানি মাটি আপনার ত্বককে পরিষ্কার করে এবং শীতল রাখে।
One comment
Pingback: গোলাপি ও নরম ঠোঁট পেতে ৫টি ঘরোয়া উপায় - জানতে হবে