Breaking News
Home / খেলাধুলা / চাপের মুখে হাঁকালেন দারুন এক সেঞ্চুরি – স্পর্শ করলেন কোহলিকে

চাপের মুখে হাঁকালেন দারুন এক সেঞ্চুরি – স্পর্শ করলেন কোহলিকে

চাপের মুখে হাঁকালেন দারুন এক সেঞ্চুরি – সবশেষ চার ইনিংসে ১০ রান করা স্টিভেন স্মিথ স্বরুপে ফিরলেন নিজ শহর সিডনিতে আর উত্তর দিলেন সমালোচকদের। ভারতের বিপক্ষে চাপের মুখে হাঁকালেন দারুন এক সেঞ্চুরি। ভারতের বিপক্ষে অষ্টম আর ক্যারিয়ারে ২৭ তম সেঞ্চুরিতে এই রান মেশিন স্পর্শ করলেন ভিরাট কোহলিকে।

চাপের মুখে হাঁকালেন দারুন এক সেঞ্চুরি

steve smith

কখন কখনো আপনাকে ব্যাটিং এর অনুভূতি পেতে অনেক চেষ্টা করতে হবে করতে হবে কঠিন পরিশ্রম। সিডনি টেস্টের আগে নিজের ইনাস্টাগ্রামে নিজের স্বামীকে এইভাবে বর্ননা করেছেন স্টিভেন স্মিথে স্ত্রী Dani Willis। মডার্ন ক্রিকেটের ব্যাডম্যান বছরের শুরুতেই নিজের সিংহাসন হারিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এর কাছে।

শেষ এমনটি ঘটেছিলো বছর দুয়েক আগে সেবার নিষেধাজ্ঞাইয় তাকে হটিয়ে দেন ভিরাট কোহলি। কিন্তু সেই সিংহাসন পুনরাদ্ধার করতে সময় নিয়েছিলেন মাত্র এক ম্যাচ। অ্যাশেজে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে। সেবার প্রথম ইনিংসে করেছিলেন ১৪৪ রান আর এবার করলেন ১৩১ রান।

প্রতিদিন এমন খবর পড়তে ভিজিট করুনঃ ক্রিকেটের সর্বশেষ খবর

গুনী মানুষরা বলেন রাগ মানুষকে ধ্বংস করে আর জেদ করে বড়। মডার্ন ক্রিকেটে স্টিভেন স্মিথ কেন বড় নাম তা আরেকবার প্রমাণ করলেন নিজের উপর নিজের জেদের বহিঃপ্রকাশ করলেন সেঞ্চুরি উদযাপনে। এমন উদযাপন এর আগে ক্রিকেট বিশ্ব দেখেছিলো সবশেষ অ্যাশেজে। সেবার চির প্রতিদন্ধি ইংল্যান্ডের কপাল পুড়লেও এবার নামটা ভারত।

steve smith century

স্মিথের এই জেদের সাথে ক্রিকেট বিশ্ব পরিচিত অবশ্য অনেক আগে থেকেই। অ্যাশেজে সেঞ্চুরি মিসের বেদনার আগুনে পুড়ে সে আগুন টাণ্ডা করেছিলেন ড্রেসিং রুমে বার বার নিজের কিট ব্যাগের উপর আঘাত করে।মনে আছেতো সে বছরখানেক আগের ঘটনা পাকিস্তানের বিপক্ষে রান না পেয়ে তিন কিলোমিটার দৌঁড়ে টিম হোটেলে পৌঁছে ছিলেন।

সেদিন জানিয়েছিলেন নিজের সাফল্যে নিজেকে যেমন উপহার দেন ঠিক তেমনি নিজের ব্যর্থতায় নিজেকে দেন শাস্তি। বুঝিয়ে ছিলেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

Leave a Reply

Your email address will not be published.