Breaking News
Home / বিনোদন / জাইরা ওয়াসিম যে কারনে অভিনয় ছেড়ে দিয়েছেন

জাইরা ওয়াসিম যে কারনে অভিনয় ছেড়ে দিয়েছেন

জাইরা ওয়াসিম যে কারনে অভিনয় ছেড়ে দিয়েছেন – বলিউডে হাই প্রোফাইল তারাকাদের মধ্যে আমির খান একজন আর তার হাত ধরেই সিনেমায় অভিষেক হওয়া মানেই তো বিশাল ব্যাপার।সেই সুযোগই বা কতজনের হয়? এই রকম বড় একটি সুযোগ পেয়েছিলেন জাইরা ওয়াসিম

জাইরা ওয়াসিম যে কারনে অভিনয় ছেড়ে দিয়েছেন

Zaira Wasim

আমির খান এর মাধ্যমে অভিষেক হয়েছিলো তার বলিউডে। পর পর দুটি হিট মুভি আমি খানের সঙ্গেই। দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করে কম সময়ে দর্শকদের মনে জায়গা করে নেয় এই অভিনেত্রী।

দঙ্গল ছবি কাশ্মীরের মেয়ে জাইরা ওয়াসিম কে এনে দেয় জাতীয় পুরষ্কার। সিক্রেট সুপারস্টার ছবির জন্য জাইরা উপহার পায় ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরষ্কার।এই যেন জাইরা ওয়াসিম এর জন্য সোনায় সোহাগা।

প্রতিদিন বিনোদ জগতের সব খবর পেতে ভিজিট করুনঃ বিনোদনের খবর

বলিউডে হাতেগুনা তিনটি ছবি করেছেন এই অভিনেত্রি যার মধ্যে দুটি সিনেমা সুপারহিট। মিষ্টি এই নায়িকা একেবারে কম বয়সে কুড়িয়েছেন সর্বোচ্চ খ্যাতি। দঙ্গলের ছোট চুলেও যেন তাকে লেগেছে লাস্যময়ী এরপর সিক্রেট সুপারস্টার সিনেমাতেও দেখিয়েছেন তার অভিনয়ের চমক।

তবে এত এত প্রাপ্তই যেন হয়ে অম্লান হঠাৎ করেই ঘোষনা দিয়ে ছেড়েছেন অভিনয় এবং বলিউড। তার মতে অভিনয় ইসলাম ধর্ম বিরোধী আর এটাই ছিলো অভিনয় আর বলিউড ছাড়ার প্রধান কারন।তবে অভিনয় ছাড়ার ঘোষনা দেওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবির ছড়াছড়ি।

তাইতো এবার ভক্তদের অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়াতে তার কোন ছবি শেয়ার না করতে এবং আগের সব ছবি মুছে ফেলতে। এই প্রসঙ্গে জাইরা বলেন ইন্টারনেট থেকে সব ছবি সরিয়ে ফেলা অবশ্যই সম্ভব নয়।কিন্তু আপনাদের অনুরোধ করছি পেইজে নতুন কোন ছবি শেয়ার করবেন না।আশা করি আপনাদের সমর্থন পাবো আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই।

এদিকে বলিউড ছাড়ার ঘোষনা দেওয়ার পর তার শেষ আরেকটি ছবি মুক্তি পেয়েছিলো তবে তার কাজ তিনি এর আগেই শেষ করেছিলেন। তার শেষ কাজ ছিলো বলিউড তারকা পিয়াংকার সাথে করা দ্যা স্কাই ইজ পিংক সিনেমাটি।

শেষ ছবির জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন বলিউডের এই প্রাক্তন সদস্য। তবে জাইরার সিদ্ধান্তকে কেউ নিয়েছেন আশীর্বাদ হিসেবে দিয়েছেন সমর্থন। আবার কেউ বা সমালোচনা করতে একটু পিছপা হননি।তবে যে কোন ভালো কাজের পিছনে নানা রকম আলোচনা সমালোচনা তো হবেই।আর এই সবকে ছুঁড়ে ফেলেই নিজের জায়গায় অটল রয়েছেন তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশ্যে মাঝে মাঝে পোষ্ট দিয়ে নিজের থাকার জানান দেন সাবেক এই অভিনেত্রী।

আপনার মতে জাইরা ওয়াসিমের সিদ্ধান্তটি কেমন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *