জানা অজানা রহস্য – পৃথিবীর যেখানে কখনো বৃষ্টি হয়নি – বৃষ্টি নিয়ে রয়েছে অসংখ্য গান, কবিতা আর ছন্দ। বৃষ্টিতে ভিজতে ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।কিন্তু বিশ্বে এমন একটি স্থান রয়েছে যেখানে এমন অনুভূতির ছোঁয়ায় লাগেনি কারন সেখানে কখনো বৃষ্টি হয়নি।]
জানা অজানা রহস্য – পৃথিবীর যেখানে কখনো বৃষ্টি হয়নি
আল হুতাইব নামে জনবহুল কিন্তু বৃষ্টিহীন এই গ্রামের অবস্থান ইয়েমেনে।বৃষ্টি পকৃতির এক অন্যন্য আশীর্বাদ আর বৃষ্টি হয় বলেই পকৃতি এত সুজলা সুফলা।সবুজ সমতল ভূমি কিংবা পাহাড়ী এলাকা অথবা মরুভূমি সহ পৃথিবীর সব অঞ্চলেই কমবেশি বৃষ্টিপাত হয়।
তবে পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয় না।তবে একটি মরুভূমির স্থান নয় আশ্চর্য্যের বিষয় হলো এইখানে রীতিমত মানব বসত রয়েছে আর রয়েছে সুন্দর সুন্দর বাড়িঘর ও প্রাচীন সব স্থাপনা।
আরো পড়ুনঃ অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ – আপনার যা জানা জরুরি
বেশ সমৃদ্ধ এই গ্রামে প্রচুর পর্যটকের আনাগোনাও রয়েছে।ইয়েমেনের রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে অবস্থিত এই গ্রাম।আর এই গ্রামের নাম আল হুতাইব।স্কুল, মাদ্রাসা, মসজিদ সবি রয়েছে এই গ্রামে।এমনকি ১৬ শতকের একটি স্থাপনাও রয়েছে।
স্বাভাবিক আর ৮-১০ টা গ্রামের মতো হলেও এর পার্থক্য হচ্ছে অন্য গ্রামগুলো যখন বছরের কোন না কোন সময় বৃষ্টিতে সিক্ত হয় সেইখানে আল হুতাইব থাকে একেবারে শুকনো।পকৃতির এই বিরূপ আচরনের কারন আর কিছুই নয় সমতল থেকে এই গ্রামের অবস্থান প্রায় তিন হাজার ২০০ মিটার উঁচুতে।
আর এই উচ্চতার কারনেরি এইখানে বৃষ্টিপাত হয় না।কারন স্বাভাবিক বৃষ্টিপাতের মেঘ জমে সমতল থেকে দুই হাজার মিটার উচুতে।ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইব গ্রামের নিচেই পড়ে।
কিন্তু বৃষ্টি না হওয়া নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই এইখানে বসবাস করা মানুষগুলোর।আর এই পকৃতির সাথে নিজেদের দিব্যি মানিয়ে নিয়ে বংশ পরম্পরায় বসবাস করে আসছে এইখানকার বাসিন্দারা।
2 comments
Pingback: জানা অজানা তথ্য - মাটির নিচে পাতালপুরের স্বপ্ন রাজ্য
Pingback: মালদ্বীপ দেশ সম্পর্কে ১০ টি জানা অজানা তথ্য - জানতে হবে