টম অ্যান্ড জেরি – অনেকেরি শৈশবের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে টম অ্যান্ড জেরি নামের জনপ্রিয় কার্টুন চরিত্র। এবার তাদের বড় পর্দায় নিয়ে আসছেন ওয়ার্নারস ব্রুনস আর এই সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালে। তবে এবার ব্যতিক্রম হবে এই দুই চরিত্রের কুনসুটির পরিবেশ। মানুষ এবং কার্টুন চরিত্রের সংমিশ্রণ দেখা যাবে নতুন চমকের এই টম অ্যান্ড জেরি সিনেমাতে।
টম অ্যান্ড জেরি আসছে এখন নতুন এক চমকে
সিনেমাটি মুক্তির সময় এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও ওয়ার্নার ব্রুস তাদের টুইটার পেইজে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী বছরের ৫ মার্চ বেচে নিয়েছেন। তবে করোনা ভাইরাসের প্রাধুর্ভাবে নতুন করে লক ডাউনে যাওয়ার কারনে সিনেমাটি সঠিক সময়ে মুক্তি দেওয়ার সংশয় রয়েছে।
আরো পড়ুনঃ শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর
জোসেপ বারবারা ও উইলিয়ামস হার্নার ক্লাসিক কার্টুন টম অ্যান্ড জেরিকে ভিত্তি করে রচিত এই সিনেমার কাহিনী লিখেছেন কেবিন কসফিললো। ইতিমধ্যে সিনেমাটির বেশ কয়েকটি ট্রেইলার প্রকাশিত হয়েছে। ভক্তরা টেলিভিশনে টম অ্যান্ড জেরি কে যেভাবে দেখেছেন চলচিত্রেও তেমনি থাকবে তবে এর পাশাপাশি সিনেমায় দেখা যাবে বাস্তব দুনিয়ার পরিবেশও।
আর এতেই দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে টুইটারে চলছে সমালোচনার ঝড়। অনেকের মাঝেই জীবন্ত মানুষের সাথে এই দুই চরিত্রে অ্যানিমেটেড সংস্করণ কোনভাবেই গ্রহণযোগ্য হচ্ছেনা। ক্লাসিক অ্যানিমেশন এবং লাইভ অ্যাকশনে সিনেমায় নতুন গল্পে অভিনয় করছেন ক্লোই মোস মরিটস, মাইকেল পেনা, রব ডেলানি, ফলিস জাস্ট, ও কেম যে উনন্স সহ আরো অনেকেই।
আরো পড়ুনঃ অ্যামাজনে ফুটন্ত নদী – যেখানে নামলেই হবে মৃত্যু
টম অ্যান্ড জেরি এর কন্ঠ দিচ্ছেন পুরোনো কন্ঠ শিল্পীরাই। টমের কন্ঠে রয়েছে উইলিয়াম হানা এবং ম্যাইল বোন আর জেরির কণ্ঠে হানা, ব্লং এবং জুলিফরেও। কার্টুনে বিশ্বজুড়ে টম অ্যান্ড জেরি এর জনপ্রিয়তার কোন অভাব ছিলোনা কোন কালেই তবে নতুন এই সিনেমাটি তাদের ভক্তদের আগের মতো আনন্দ দিতে পারবে কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে পর্যবেক্ষকদের ধারণা বরাবরের মত এই সিনেমাও দর্শকদের মোহিত করবে।