জাপানের রাস্তায় রাস্তায় দেখা মিলছে ডেলিভারি রোবট। স্বয়ংক্রিয়ভাবে চালিত রোবট দিয়ে ডেলিভারি বা পণ্য সরবাহরহের পরিক্ষা চালানো হলেও তা এরি মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।মোটামুটি ট্রাফিক নীতি মেনে চলছে এই ডেলিভারি রোবট।
ডেলিভারি রোবট – রোবটের মাধ্যমে পণ্য ডেলিভারি
রোবট নিয়ে ফিউশন চলছে কখনো যোদ্ধা, কখনো ডাক্তার আবার কখনো বা চালক হিসেবে নিজেরদের দক্ষতা জাহির করে চলেছে তারা।এবার জাপানের রাস্তায় দেখা মিললো পণ্য সরবাহরহের ভূমিকায় রোবট।আর এই রোবটকে ডাকা হচ্ছে ডেলিভারি রোবট নামে।জাপান পোষ্ট টকিওর রাস্তায় একটি স্বয়ংক্রিয় মেইল সরবারহ রোবট পরীক্ষামূলক ব্যবহার শুরু করে।
আরো পড়ুনঃ শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর
এই রোবটটি প্রায় ৩০ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে এবং ঘন্টায় ৬ কিলোমিটার গতিতে চলতে পারে।যা একজন মানুষ সাধারন হাঁটার চেয়ে কিছুটা বেশি।মানুষের মতো এই ক্ষুদ্র যত্নমানবটিও লাল ট্রাফিক লাইট কিংবা পথচারী ও গাড়ী সামনে এলে নিজে থেকে থেমে যাবে। এই রোবটের ভিতরে আগে থেকে রেখে দেওয়া হয়েছে সেন্সর ও ক্যামেরা।
রিমোর্ট কন্ট্রলোনিং সিস্টেমের মাধ্যমে দূর থেকে এদের পরিচালনা করা সম্ভব কিনা সেটিই পর্যবেক্ষন করা আপাতত এই পরীক্ষামূলক ব্যবহারের মূল লক্ষ্য।ইলেক্ট্রনিক জায়েন্ট প্যানাসনিক ও এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে যুক্ত হয়েছে।অচিরেই হরহামেশা রাস্তায় দেখা মিলবে এই রোবটগুলোর।
আরো পড়ুনঃ অ্যামাজনে ফুটন্ত নদী – যেখানে নামলেই হবে মৃত্যু
করোনা মহামারিতে সামাজিক দূরত্বের দিকটি বিবেচনা করার পর স্বয়ংক্রিয় উপায়ে পণ্য ও খাদ্য সামগ্রী সরবাহরহের বিষয়টি সামনে আসে।তখন থেকেই রোবট নিয়ে শুরু হয় আরো জোর গবেষনা।