Breaking News
Home / খেলাধুলা / ফুটবল / দিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি এই ফুটবলার আর নেই

দিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি এই ফুটবলার আর নেই

দিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি এই ফুটবলার আর নেই – বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা আর নেই।হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান তিনি।মস্তিষ্কে অস্ত্রপাচারের পর ৬০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে।

দিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি এই ফুটবলার আর নেই

ম্যারাডোনা

দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা একজন ফুটবলার, একজন যাদুকর বা ফুটবলের যাদুকর।১৯৬০ সালে এই পৃথিবীতে এসেছেন মানুষকে ফুটবলের মহামায়ায় ভাসাতে এবং তিনি করেছেনও তাই।ফুটবলা যাদুতে তিনি মাতিয়েছেন, হাসিছেন এবং কাঁদিয়েছেন কোটি ফুটবল ভক্তদের।

আর সেই দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে।গেল ২৬ দিন আগেই পালন করেছেন তার ৬০ তম জন্মদিন।এর ৮৪ ঘন্টা না ফেরোতেই জায়গা মিলেছে হাসপাতালে।মস্তিষ্কে রক্তক্ষরনে হাসপাতালের বিছানায় শুতে হয়েছিলো মানুষের মুখে হাসি ফুটানো এই মানুষটিকে।

প্রতিদিন ফুটবলের সকল খবর জানতে ভিজিট করুনঃ ফুটবলের সর্বশেষ খবর

সেইখান থেকে কিছুটা সুস্থ হয়ে ফিরেছিলেন নিজ বাড়িতে আর সেইখানেই শেষবারের মত ঘুমিয়ে গেছেন তিনি।বয়স তো সবে ৬০ হলো তবে এই বয়সেই কেন দিয়েগো ম্যারাডোনা এর এই পরিনতি?

অনিয়ন্ত্রিত জীবন যাপন মাদকের সাথে বন্ধুত্বই কি এই পরিনতি হলো তার? অথচ ৮০ দশকের দিয়েগো ম্যারাডোনা এক অসাধারন পেশীবহুল শরীরের অধিকারী ছিলেন তিনি।নাপোলি ক্লাবের জীবনে আসে অসংখ্য নারী ও মাদকের সংস্রব। ৮৬ সালের বিশ্বকাপ জয়ী মহানায়ক ৯০ বিশ্বকাপো খেলেছেন ফাইনালে।

শুধু আর্জেন্টিনাতেই নয় তার ভক্ত রয়েছে পৃথিবীর কোনায় কোনায়।দ্রুত সুস্থ হয়েছিলেন ডাক্তারকে দেখে হেসেছিলেন সুস্থ বোধ করায় বাড়িতেই ফিরে গিয়েছিলেন কিন্তু আর উঠে দাঁড়াতে পারেন নি তাই তো ধরতে হয়েছে অনন্তকালের পথ।

Leave a Reply

Your email address will not be published.