নবম দশম শ্রেনিতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগ থাকবেনা। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা।এনসিটিভি বলছে ২০২২ সাল সেই কারিকুলাম মেনে পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থিদের দেয়া হবে।
নবম-দশম শ্রেনীতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগ থাকবেনা
প্রতিবেশি দেশ ভারত পাকিস্থানসহ উন্নত বিশ্বেও মাধ্যমিক স্তরে একই বিষয়াবলি পড়ানো হয়।স্বাধীনতার পূর্বে মাধ্যমিকের পাঠ্যক্রমে ছিলোনা বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগ।কিন্তু ৮০ দশকে শুরু হয় বিভাগ ভিত্তিক পড়ালেখা।কিন্তু ২০১৬ সালে আবারো একীভূত শিক্ষাই ফিরে যাওয়ার পরামর্শ দেন শিক্ষাবিদরা।আর ২০২২ সাল থেকে সেই পরামর্শ বাস্তবায়নের কথা সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রতিদিন লেখাপড়া নিয়ে সকল আপডেট পেতে ভিজিট করুনঃ পড়ালেখা
নবম-দশম শ্রেনীর এই বিভাগ তুলে দেওয়ার সিদ্ধান্তটি ষষ্ঠ, সপ্তম ও অষ্ঠম শ্রেণীর সিলেবাস ও বিষয়েও পরিবর্তন আনা হবে।গনিত, বিজ্ঞান ও ইংরেজির মতো কঠিন বিষয়গুলোতেও শিক্ষার্থীদের কিভাবে আরো ভালো করে তোলা যায় সেদিকে নজর দিয়ে তৈরি করা হচ্ছে কারিকুলাম।
মাধ্যমিক স্থরে বিভাগ ভিত্তিক পড়ালেখায় শিক্ষার্থিদের মধ্যে মৌলিক জ্ঞানের ঘাটতি ছিলো বলে অভিমত উঠে আসে বিশ্লেষকদের কাছ থেকে।আবার আন্তর্জাতিক শিক্ষার সাথেও ছিলো অমিল।তাই সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।
One comment
Pingback: দক্ষিণ কোরিয়ায় করোনার মধ্যে ভর্তি পরীক্ষা - জানতে হবে