Breaking News
Home / তথ্য প্রযুক্তি / পাসওয়ার্ড ব্যবহার গুরুত্বপূর্ন ও ডিজিটাল দুনিয়ার অনুষঙ্গ

পাসওয়ার্ড ব্যবহার গুরুত্বপূর্ন ও ডিজিটাল দুনিয়ার অনুষঙ্গ

পাসওয়ার্ড ব্যবহার গুরুত্বপূর্ন ও পাসওয়ার্ড ডিজিটাল দুনিয়ার অন্যতম অনুষঙ্গ। ভার্চুয়াল অবস্থানের প্রবল আগ্রহ থাকলেও পাসওয়ার্ড বা নিরাপত্তার ব্যাপারে অনেকেই অসেচতন। অথচ কমন ক্যারেক্টার ব্যবহারের ফলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

পাসওয়ার্ড ডিজিটাল দুনিয়ার অন্যতম অনুষঙ্গ

ডিজিটাল দুনিয়া

তালা খুলতে যেমন চাবির প্রয়োজন হয় ঠিক তেমনি ডিজিটাল প্লাটফর্মে একাউন্ট খুলতে বা ঢুকতে লাগে সংকেত নাম্বার বা পাসওয়ার্ড। প্রযুক্তি ও অবাধ তথ্য প্রবাহের সময়ে বহুগুনে বেড়েছে পাসওয়ার্ডের গুরুত্ব। ফেসবুক, ইমেইল, মোবাইল ফোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, অনলাইন বা মোবাইল ব্যাংকিং সবখানেই দরকার গোপন নাম্বার।

চেকের ক্ষেত্রে যেমন সাক্ষর ঠিক তেমনে ইন্টারনেটের ক্ষেত্রে পাসওয়ার্ড নিশ্চিত করে একাউন্টের নিরাপত্তা। কিন্তু পাসওয়ার্ড ব্যবহারে কতটা সচেতন আমরা? জরিপে দেখা গেছে ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ১২৩৪৫৬ সাত বছর ধরে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এই ৬ ডিজিট। এছাড়া কেউ কেউ ১২৩৪৫৬৭৮, ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪৫৬৭৮৯০ এই ধরণের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।

আরো পড়ুনঃ অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ – আপনার যা জানা জরুরি

অবাক করা তথ্য হলো পাসওয়ার্ড হিসেবে Passwoard শব্দটি ব্যবহার করছেন ২য় সর্বোচ্ছ ব্যবহারকারী। কেউ কেউ আবার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন I Love You বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত প্রথম ১০ টি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে এই বাক্য। সর্বোচ্চ তালিকায় আরো আছে 111111 এই নাম্বারটি।

অনেকেই পাসওয়ার্ড হিসেবে নিজের, পরিবারের অথবা প্রিয়জনের নাম, পোষা প্রানী বা জন্ম তারিখ ও ফোন নাম্বার ব্যবহার করেন। অভিজ্ঞরা বলছেন এটিও নিরাপদ নয়। এমনকি ভুলে যাওয়া বা বিড়ম্বনা এড়াতে একাধিক সাইটে একি পাসওয়ার্ড ব্যবহার অনিরাপদ।

ডিজিটাল দুনিয়ায় তথ্য গোপন রাখতে গভীর মনযোগ থাকতে হবে পাসওয়ার্ডে। দরকার হলে বায়োমেট্রিক পদ্ধতিতে সক্রিয় থাকা সিঙ্গেল সাইন এমনকি টু ফ্যাক্টর অথেনটিফিকেশন অন রাখার পরামর্শ বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published.