Breaking News
Home / হেলথ টিপস / পুড়ে গেলে করনীয় – গরম পানিতে পুড়ে গেলে কী করবেন

পুড়ে গেলে করনীয় – গরম পানিতে পুড়ে গেলে কী করবেন

পুড়ে গেলে করনীয় – শীতকালে বা অন্য যেকোন সময় অনেকে গরম পানি দিয়ে গোসল করে থাকে। আর এই সমইয়ে গরম পানি অসতর্কতাবশত পড়ে গিয়ে শরীরের কোনো অংশ পুড়ে যেতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিক কি করা যায় সে বিষয়ে অনেকেই জানার চেষ্টা করে থাকে। জানতে হবে এর স্বাস্থ্যবিষয়ক আজকের আয়োজনে গরম পানিতে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করবেন, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

পুড়ে গেলে করনীয় – গরম পানিতে পুড়ে গেলে কী করবেন

গরম পানির কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, গরম পানিতে পুড়ে যাওয়া। আর এই পুড়ে যাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। বিভিন্ন অসাবধানতার কারণে এমনটা হয়ে থাকে বা এমন দূর্ঘটনা ঘটে থাকে। আর এমন দূর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন রকমের অপচিকিৎসা প্রচলিত আছে, কেউ ডিম দেয়, কেউ ছাই দেয়, কেউ নারিকেল তেল দেয়। কিন্তু এগুলো একেবারেই করা যাবে না কারন এইসবে কোন রকম লাভ তো হবেই না বরং বাচ্চার অনেক ক্ষতি হবে। যে বা যারই পুড়ুক না কেন এইসব অপচিকিৎসার ফলে তার ক্ষতি হবে।

আরো পড়ুনঃ অজ্ঞান হলে করনীয় – হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কী করবেন

এমন দুর্ঘটনা ঘটে থাকলে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে ঠাণ্ডা পানিতে ১৫ থেকে ২০ মিনিট পোড়াস্থান ধৌত করা। সে ক্ষেত্রে বরফও দেওয়ার প্রয়োজন নেই। এরপর প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি, বাজারে বিভিন্ন ধরনের সিলভার স্যালাজিন মলম পাওয়া যায় বিভিন্ন নামে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে। কারণ, পোড়ার চিকিৎসার অনেক ধাপ আছে। এগুলো সম্পন্ন করার জন্য তাকে নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে হবে।

আরো জানুনঃ মুখের ঘা দূর করার সহজ উপায় – মুখের ঘা দূর করার সহজ উপায়

আশা করি আজকের লেখা পড়ার পর পুড়ে গেলে যে বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয়ে আপনাদের বুঝাতে পেরেছি সূতরাং এমন কোন দূর্ঘটনায় নিজে বা নিজের আশেপাশের কেউ স্বীকার হলে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ গ্রহন করবেন।

Check Also

খিদে লাগলেও খাবেন না

খিদে লাগলেও খাবেন না যেসব খাবার

খিদে লাগলেও খাবেন না যেসব খাবার – গোগ্রাসে খাওয়া এই শব্দটির সাথে অনেকেই পরিচিত। প্রচণ্ড …

Leave a Reply

Your email address will not be published.