মুখের তিল দূর করার সহজ উপায় – আঁচিল কিংবা তিল আপনার মুখের সৌন্দর্য্য নষ্ট করার মূল কারন হতে পারে।যদি আপনি এমন সমস্যায় ভুগেন তাহলে যথেষ্ট পরিমান মেকআপ করলেও আপনার সৌন্দর্য্যে বাধা হয়ে দাঁড়াতে পারে মুখের তিল।যাদের মুখের তিলের সমস্যা রয়েছে তারা কোন অনুষ্ঠানে কিংবা ঘরের বাইরে যেতেও মন চাই না।অনেকেই হয়ত বাজারের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেও ব্যর্থ হয়ে যায়।অথচ আপনি চাইলে মুখের তিল দূর করার ঘরোয়া উপায় ব্যবহার করে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন।
মুখের তিল দূর করার সহজ উপায়
অনেক কারনে মুখে তিল সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে ত্বকের তেলতেলে ভাব,হরমোন সমস্যা এবং অতিরিক্ত রোদে ঘোরা।যদি তিলের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে প্রথমে ত্বকের তৈলাক্ত ভাব দূর করুন।অতিরিক্ত রোদে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন প্রয়োজনে রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করুন।
এইসব করার পরেও যদি আপনি সমাধান না পান তাহলে জেনে নিন তিল দূর করার সহজ উপায়গুলো।
আলু
আলুতে আছে তিল কিংবা আঁচিল দূর করার উপাদান।এরজন্য আপনার প্রয়োজন এক টুকরো ছোট আলু।
আপনার মুখে যে অংশে তিল রয়েছে সেই স্থানে ৫ মিনিট ধরে আলুর ছোট টুকরো ঘষতে থাকুন।তাছাড়া সুতির কোন কাপড়ে আলুর টুকরোটি রেখে ৫-১০ মিনিটের জন্য তিলের জায়গায় ধরে রাখুন।এই পদ্ধতিটি সপ্তাহে ২-৩ তিন ব্যবহার করে দেখতে পারেন।
আরো পড়ুনঃ বিউটি টিপস – ঘুমানোর আগে মেয়েদের ৫ টি বিউটি টিপস
রসুন
এক কোয়া রসুন তেতলে নিয়ে সুতির কাপড়ে মুড়িয়ে নিন এবং যে স্থানে তিল রয়েছে সেই স্থানে ২-৩ মিনিট লাগিয়ে রাখুন।অথবা রসুনের পেস্ট তৈরি করে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করার ফলে তিলের সমস্যার সমাধান হবে।
নারকেল তেল
সামান্য পরিমান নারিকেল তেল আপনাকে রক্ষা করতে পারে মুখের তিলের সমস্যা থেকে।এরজন্য মুখের তিলের স্থানে নারিকেল তেল ৩০ মিনিট ধরে লাগিয়ে রাখতে হবে।তবে নারিকেল তেল ব্যবহারে অনেকের ব্রনের সমস্যা দেখা দেয়।যাদের ব্রন সমস্যা রয়েছে তারা নারিকেল তেল ব্যবহার থেকে বিরত থাকুন।
অ্যালোভেরা
অ্যালোভেরা ব্যবহারের পূর্বে ঠান্ডা পানি দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিন।এরপর অ্যালোভেরাকে ছোট টুকরো করে সুতির কাপড়ে মুড়িয়ে তিলের জায়গায় ১০-১৫ মিনিট ধরে লাগিয়ে রাখুন।অ্যালোভেরাতে রয়েছে এঞ্জাইম,ভিটামিন,মিনারেল এবং পলিস্যাকারাইড এর সমন্বয় যা আপনার মুখের তিল দূর করার সহজ উপায় হতে পারে।
কলার খোসা
সাধারণত আমরা সবাই কলা খেয়ে খোসাটা ফেলে দেয়।কিন্তু কলার খোসাতে রয়ছে তিল দূর করার দারুণ এক উপাদান।প্রথমে একটি কলার খোসা নিন এরপর সেই খোসাকে ছোট ছোট করে টুকরো করে খোসার ভিতর দিকটা তিলের জায়াগায় লাগিয়ে রাখুন।কলার কোসার প্রাকৃতিক এনজাইম আপনাকে মুখের তিল দূর করতে সাহায্য করবে।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা – রূপচর্চা করুন রান্নাঘরের উপাদান দিয়ে
মুখের তিল দূর করার সহজ উপায় গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেইজ বিউটি টিপস ম্যাসেজ করে জানাতে পারেন।আপনার কোন কিছু জানার বা জানানোর থাকলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করে জানাতে পারেন আমরা আপনাদের সেবাই সর্বদা নিয়োজিত।