ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে কোটি ভক্ত – উল্কার গতিতে ছুটে চলা জার্সি নাম্বার ১০ বিস্ময় প্রতিভাই মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম।তিনি বিশ্ব ফুটবলের গ্রেটেস্ট ম্যান কিংবা ফুটবলের জাদুকর।তার মৃত্যুতে শোক চলছে দেশের ক্রীড়াঙ্গনে।এই কিংবদন্তির বিদায়কে মেনে নিতে পারছেন না কোটি ভক্ত সমর্থকরা।
ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে কোটি ভক্ত
বিশ্ব ফুটবলের গ্রেটেস্ট কিংবদন্তি, ব্যাডবয় কিংবা ফুটবলের জাদুকর।নির্দিষ্ট কোন সংজ্ঞায় বাধা যেতনা সাড়ে পাঁচ ফুট উচ্চতার মানুষটাকে।মাত্র ১৮ বছর বয়সে দক্ষিন আমেরিকার সেরা ফুটবলার নির্বাচিত।তার পায়ের জাদুতে মজেছিলো সারা বিশ্ব এবং বাংলাদেশের ফুটবল।
আরো পড়ুনঃ দিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি এই ফুটবলার আর নেই
৮ জনকে পরাস্থ করে গোল আর হ্যান্ড অফ গড দিয়ে ফুটবল রসিকদের ভিন্ন রেসিপি দিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা।কোটি ভক্তের অমর শ্রদ্ধা, সমবেদনা আর ভালো মন্দের বহু বিশেষন সঙ্গ করে আপন মেজাজেই যেন চলে গেলেন ফুটবলের এই জাদুকর।
বলা হয় কির্তিমানের মৃত্যু নেই তাই ফুটবল বরপুত্রের জন্য একেবল অনন্তের পথে মহাযাত্রা।