শীতে শিশুর যত্ন – শীতে শিশুর পরিচর্যা শীতে সব মায়েদের চিন্তার কারন হচ্ছে শীতে যেন তার শিশুর টাণ্ডা না লাগে।আর এর জন্য মায়েরা নবজাতকের গায়ে প্রচুর পোশাক, মাথায় উলের টুপি এবং উলের কম্বলে জড়িয়ে রাখেন।তবে আমরা সেই সব মায়েদের ভয় দূর করার জন্য শীতে শিশুর যত্ন – শীতে শিশুর পরিচর্যা নিয়ে হাজির হলাম।আমাদের টিপস গুলো অনুসরণ করলে আপনার শিশুকে এই শীতে টাণ্ডা থেকে রক্ষা করতে পারবেন।
শীতে শিশুর যত্ন – শীতে শিশুর পরিচর্যা
হালকা হাতে সদ্যজাত শিশুর শরীরে রাইয়ের তেল মালিশ করুন এবং সকালে অবশ্যই গরম কাপড় পরিধান করিয়ে রাখুন। এই টিপসটি নিয়মিত ব্যবহার করুন আশা করি আপনার বাচ্চার কখনই সর্দি লাগবেনা এবং নিউমোনিয়া সমস্যা থেকে রক্ষা পাবে।
রাতে ঘুমানোর আগে তুলসী এর রস নাক, কান এবং কপালে ঘষুন। তুলসীর রস খাওয়ার ফলে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।আপনি চাইলে পরিমান মধুর রসের সাথে এক ফোঁটা তুলসির রস মিশিয়ে নিতে পারেন।
সকালবেলা আপনার নবজাতক শিশুকে এক ফোঁটা মধু খাওয়ান কারন মধু আপনার শিশুকে ঠান্ডার আক্রমন থেকে রক্ষা করবে।
আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার – পুষ্টিকর খাবারের তালিকা
আপনার শিশুকে গোসল করানোর আগে তার গায়ে মধু মেখে নিতে পারেন এবং বুকে লেবুর রস লাগিয়ে এরপরে গোসল করান এও পদ্ধতি আপনার শিশুকে ঠান্ডা থেকে রক্ষ করবে।
পেঁয়াজকে গুঁড়ো করে নবজাতকের নাকের নিকট রাখতে পারেন যদি এতে সমস্যা হয় তাহলে তার ঘুমের জায়গার কাছে সুতির কাপড়ে পেঁয়াজের গুঁড়ো বেঁধে রাখতে পারেন। পেঁয়াজের গন্ধের আপনার নবজাতকের উপর শীতের কোন প্রভাব পড়বে না।
যে ঘরে আপনার শিশু ঘুমায় সেই ঘরের দরজা জানালা বন্ধ করবেন কারন ঘরের দরজা জানালা বন্ধ থাকলে আলো বাতাসের চলাচলে বিঘ্ন ঘটে।ঘরে আলো বাতাস আসতে দিন এতে করে ঘর গরম থাকবে।
নিম পাতা হালকা গরম পানিতে সিদ্ধ করে তুলা বা সুতির কাপড় দিয়ে আপনার নবজাতকের শরীর মুছে দিতে পারেন।মনে রাখবে গরম পানির তাপমাত্রা এমন হওয়া উচিৎ যা একজন নবজাতকের ত্বক সহ্য করতে পারে।
নবজাতক কে ঠান্ডাজনিত প্রভাব থেকে বাঁচাতে তাদের খুব হাসা উচিত।আপনার শিশু যদি কান্নাকাটি করে তাহলে কয়েক মুহুর্তের জন্য চুপ করবেন না। এটি ঠান্ডা থেকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক পদ্ধতি হিসেবে মানা হয়।
যদি শিশুটি সারা দিন নীরব থাকে, তবে অবশ্যই তার ঠান্ডা লাগবে। যে শিশুরা চুপ করে থাকে তাদের শীতের প্রভাব পড়ার আশংকা থাকে। তাই শিশুর সাথে কথা বলুন, যাতে সে খুশি হয় এবং খেলাধুলা করে।
আমাদের জানতে হবে এর শীতে শিশুর যত্ন – শীতে শিশুর পরিচর্যা লেখাটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।