Breaking News
Home / জানা অজানা / শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর

শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর

শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর – এ বছর আর সূর্যের দেখা পাবেন না যুক্তরাষ্ট্রের অ্যালাসকার একটি শহরের বাসিন্দারা।উটকিয়াগবিগ নামক ছোট্ট শহরটির বাসিন্দারা ২০২০ সালের শেষ সূর্যাস্ত দেখে ফেলেছেন গত ১৮ ই নভেম্বর বুধবার।

পৃথিবীর এমন জানা অজানা তথ্য কিংবা জানা অজানা রহস্য সম্পর্কে জানতে ভিজিট করুনঃ জানা অজানা

শেষ সূর্যোদয় – এ বছর সূর্যের দেখা পাবেনা যে শহর

সূর্যের দেখা পাবেনা যে শহর

আবারো সূর্যের জন্য অপেক্ষা করতে হবে ২২ জানুয়ারি পর্যন্ত। এই শহরটিতে প্রতি বছরি শীতকালে ঘটে এমন ঘটনা।পৃথিবীর একেবারে প্রান্ত দেশে অবস্থানের কারনে প্রায় ৬৫ দিন অন্ধকারের মধ্যে থাকতে হয় সেইখানকার বাসিন্দাদের।

এই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন সময়টিকে পোলার নাইট বলা হয়।শহরের চার হাজার বাসিন্দা এরি মধ্যে শেষ করেছেন অন্ধকারে থাকার দিনগুলোর জন্য প্রস্তুতি।সংগ্রহ করে রাখছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং পশমের বাড়ি পোশাক।

আরো পড়ুনঃ অ্যামাজনে ফুটন্ত নদী – যেখানে নামলেই হবে মৃত্যু

উটকিয়াগবিগ শহরের আগের নাম ছিলো ব্যারো এর অবস্থান এবং ঠিক সার্কেল থেকে ৩২০ মাইল দূরে।মেরু অঞ্চলে যেমন ৬ মাস স্থায়ী হয় রাত এইখানে অবস্থা অবশ্য তেমন নয়। দিনের ২৪ ঘন্টায় সূর্যের বেশ কয়েক ডিগ্রির নিচে থাকে দিগন্ত রেখার।

আলাস্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২২ জানুরারি বেলা ১ টা ১৬ মিনিটে হবে সুর্যোদয়।তবে এই দীর্ঘ মেরু রাত্রি চললেও একেবারে অন্ধকার হয়ে থাকেনা আলাস্কার আকাশ।সেখানে রাতভরি চলতে থাকে নানা রঙ্গের আলোর খেলা।

তবে এই দীর্ঘতম রাত পেরিয়ে গেলে শীত শেষে গ্রীষ্মকালে মে থেকে আগস্ট পর্যন্ত আলাস্কার অধিবাসীরা আবার রাতের দেখা পাবেন না মাস দুয়েক।ওই দুইমাস আকাশে সারাক্ষনি দেখা মিলবে সূর্যের।

Check Also

জানা অজানা রহস্য

জানা অজানা রহস্য – পৃথিবীর যেখানে কখনো বৃষ্টি হয়নি

জানা অজানা রহস্য – পৃথিবীর যেখানে কখনো বৃষ্টি হয়নি – বৃষ্টি নিয়ে রয়েছে অসংখ্য গান, …